উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও: জনাব গালীব নিশাত এগ্রো লি.-এর কর্ণধার। তিনি তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের উন্নয়নের জন্য কয়েকজন কৃষি বিশেষজ্ঞকে নিয়োগ দিলেন। যারা শুধুমাত্র বিভাগীয় প্রধানদেরকে পরামর্শ প্রদান করবে।
প্রশ্ন-১. উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন ?
প্রশ্ন-২. উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে কৃষি বিশেষজ্ঞ নিয়োগের ফলে— ?
১. অপচয় হ্রাস পাবে
২. মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে
৩. কর্তত্বের সংঘাত সৃষ্টি হতে পারে
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-৩. দ্বৈত অধীনতা কোন সংগঠনে পরিলক্ষিত হয় ?
প্রশ্ন-৪. কার্যভিত্তিক সংগঠনে কোন নীতির পূর্ণ সদ্ব্যবহার ঘটে ?
প্রশ্ন-৫. কোন সংগঠন কাঠামোতে ঊর্ধ্বতন নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে ?
প্রশ্ন-৬. কর্মী সংগ্রহের ক্ষেত্রে কোন কাজটি প্রথম করতে হয় ?
প্রশ্ন-৭. কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ?
প্রশ্ন-৮. শ্রম ঘূর্ণায়মানতা হ্রাসকরণে কোন উৎস থেকে কর্মীসংগ্রহ করা উত্তম ?
প্রশ্ন-৯. কোন ধরনের নেতৃত্বে নেতার ভূমিকা গৌণ ?
প্রশ্ন-১০. গণতান্ত্রিক নেতৃত্বে নেতার আচরণ কীরূপ হয় ?
প্রশ্ন-১১. ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে নেতৃত্ব কত প্রকার ?
প্রশ্ন-১২. নির্দেশনাকে প্রশাসনের কী বলে ?
প্রশ্ন-১৩. ব্যবস্থাপনার কোন কাজের মাধ্যমে কার্যফল যাচাই করা হয় ?
প্রশ্ন-১৪. নিয়ন্ত্রণ হলো একটি প্রতিষ্ঠানের—?
১.ধারাবাহিক প্রক্রিয়া
২.ব্যবস্থাপকীয় প্রক্রিয়া
৩.সামাজিক প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-১৫. নিয়ন্ত্রণের মূল ভিত্তি কী ?
প্রশ্ন-১৬. বাজেট কীভাবে প্রকাশ করা হয় ?
প্রশ্ন-১৭. শিল্পবিপ্লবের সূত্রপাত সর্বপ্রথম কোথায় ঘটে ?
প্রশ্ন-১৮. ইউটোপিয়া গ্রন্থ রচনা করেন কে ?
প্রশ্ন-১৯. হেনরি ফেয়ল ব্যবস্থাপনার কার্যাবলিকে কয় ভাগে ভাগ করেছেন ?
প্রশ্ন-২০. একজন মধ্যস্তরের ব্যবস্থাপকের কাজের আওতাভুক্ত বিষয় হলো— ?
১.অধস্তন কর্মীদের নির্দেশ দান
২.পরিকল্পনা বাস্তবায়ন
৩.পরিকল্পনা ও নীতি প্রণয়ন
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-২১. প্রথম স্তরের ব্যবস্থাপকগণ নিয়মিতভাবে কোন ধরনের সমস্যা দ্বারা প্রভাবিত হয় ?
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও: মি. ফারুক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি মনে করেন ঐক্য, সমঝোতা ও সহযোগিতা না থাকলে একটি প্রতিষ্ঠান কখনই সাফল্য লাভ করতে পারে না।
প্রশ্ন-২২. মি. ফারুকের কথায় হেনরি ফেয়লের কোন নীতিটির কথা ফুটে উঠেছে ?
প্রশ্ন-২৩. মি. ফারুকের কাজ— ?
১.প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ করা
২.সরাসরি কাজের তত্ত্বাবধান করা
৩.দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-২৪. ‘ঈযধরহ ড়ভ ঈড়সসধহফ’ কথাটির সঙ্গে ব্যবস্থাপনার কোন নীতির মিল পাওয়া যায় ?
প্রশ্ন-২৫. ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা বৃদ্ধি পায় ?